March 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

সারচার্জ মুক্ত করসীমা ২ কোটি ২৫ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : নতুন অর্থবছরের (২০১৫-১৬) জন্য সম্পদ কর (সারচার্জ) মুক্ত সীমা বাড়িয়েছে সরকার। পূর্বের ২ কোটি টাকার পরিবর্তে এবছর ২ কোটি ২৫ লাখ টাকা পর্যন্ত এর সীমা নির্ধারণ করা হয়েছে।

প্রস্তাবিত অর্থবিলে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে। তবে নিট পরিসম্পদের মূল্যমান ২ কোটি ২৫ লাখ টাকা অতিক্রম করলেই ন্যূনতম সারচার্জের পরিমাণ কোনোভাবেই ৩ হাজার টাকার কম হবে না বলে তাতে বলা হয়।

জানা গেছে, অর্থ আইন ২০১৫ এর মাধ্যমে ব্যক্তি করদাতাদের প্রদেয় আয়করের ওপর প্রযোজ্য সারচার্জ আরোপের বিধানের পরিবর্তন আনা হয়েছে। পূর্বের ন্যায় আয়কর রিটার্নের সঙ্গে দাখিলকৃত সম্পদ ও দায় বিবরণীতে প্রদর্শিত নিট সম্পদের পরিমাণ দুই কোটি ২৫ লাখ টাকার ঊর্ধ্বে হলে নিট সম্পদের ওপর ভিত্তি করে আয়করের ওপর সারচার্জ নেওয়া হবে।

প্রস্তাবিত বাজেটে নিম্নলিখিত হারে সারচার্জ আরোপিত হবে-

(ক) দুই কোটি ২৫ লাখ টাকা পর্যন্ত শূন্য; (খ) দুই কোটি ২৫ লাখ টাকা অধিক কিন্তু ১০ কোটি টাকার অধিক না হলে ১০ শতাংশ; (গ) ১০ কোটি টাকার অধিক কিন্তু ২০ কোটি টাকার অধিক না হলে ১৫ শতাংশ; (ঘ) ২০ কোটি টাকা অধিক কিন্তু ৩০ কোটি টাকার অধিক না হলে ২০ শতাংশ; (ঙ) ৩০ কোটি টাকা অধিক যেকোন অংকের উপর ২৫ শতাংশ।

Print Friendly, PDF & Email