October 22, 2021

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ভারতীয় ক্রিকেট দল ঢাকায়

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে ভারতীয় ক্রিকেট দল।

সোমবার সকাল ৯টার দিকে জেট এয়ারওয়েজের বিমানে চড়ে হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন কোহলিরা।

বিমানবন্দর থেকে ভারতীয় দল সরাসরি চলে যাবে হোটেল সোনারগাঁওয়ে। দুপুর আড়াইটা থেকে মিরপুরের একাডেমি মাঠে কোহলি-রোহিত শর্মাদের অনুশীলন করার কথা রয়েছে। অন্যদিকে একই সময়ে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুশীলন করার কথা বাংলাদেশ দলের।

আগামি ১০ জুন ফতুল্লায় একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হবে। এরপর ১৮, ২১ ও ২৪ জুন ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। দিবা-রাত্রির সবগুলো ম্যাচই হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

ভারতের টেস্ট স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, মুরালি বিজয়, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, হরভজন সিং, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, ইশান্ত শর্মা, লোকেশ রাহুল, করণ শর্মা ও বরুণ অ্যারন।