নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের মধ্যে বাধাহীন সড়ক যোগাযোগের জন্য এ সংক্রান্ত একটি চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
এ চুক্তির আওতায় চার দেশের মধ্যে সড়কপথে পণ্যবাহী গাড়ি ও যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত মোটরযান চলাচল করবে।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার অনুষ্ঠিত বৈঠকে ‘মোটর ভেহিক্যালস এগ্রিমেন্ট ফর দ্য রেগ্যুলেশন অব প্যাসেঞ্জার, পারসোনাল এ্যান্ড কার্গো ভেহিকুলার ট্রাফিক বিটউইন বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া এ্যান্ড নেপাল’ এর খসড়া এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘চার দেশের সড়ক পরিবহন মন্ত্রীরা ১৫ জুন ভুটানের রাজধানী থিম্পুতে চুক্তিটি স্বাক্ষর করবেন।’
এ বিভাগের আরো..
গণমাধ্যমকর্মী আইনের খসড়া নিয়ে তথ্যমন্ত্রীর মতবিনিময়
মোর্চা করে লাভ নেই, আওয়ামী লীগকেই ভোট দেবে জনগণ : তথ্যমন্ত্রী
দ্রব্যমূল্য নিয়ে জনগণ স্বস্তিতে, বিএনপি অস্বস্তিতে : তথ্যমন্ত্রী