নিজস্ব প্রতিবেদক : রাজধানীর আবাসিক হোটেল থেকে জগদীশ চন্দ্র রায় (৪৫) নামে এক প্রধান শিক্ষককে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে মগবাজারের আবাসিক হোটেল পরশ-এ এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, পরে হোটেলের কর্মচারীরা তাকে আহতাবস্থায় উদ্ধার করে স্থানীয় ইনসাফ বারাকা ও কিডনি জেনারেল হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
রমনা থানার ওসি মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত জগদীশ চন্দ্র রায় নীলফামারীর সৈয়দপুর উপজেলার বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি বিদ্যালয়ের কাজে ঢাকায় এসে ওই হোটেলের চারতলার ৩৫ নম্বর কক্ষে ওঠেন। সন্ধ্যা ৭টার দিকে দুই যুবক ওই কক্ষে প্রবেশ করে তাকে গলা কেটে হত্যার চেষ্টা করে। পাশের কক্ষের লোকজন টের পেলে তারা পালিয়ে যায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হোটেলের ম্যানেজারসহ দু’জনকে থানায় নেওয়া হয়েছে।
এ বিভাগের আরো..
খালেদার ১১ মামলার শুনানি ১৫ মার্চ
জামালপুরে র্যাবের অভিযানে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ১
ইয়াবা ও মাদকবহনকারী বাসসহ গ্রেফতার:র্যাব-২