November 26, 2022

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

৫০ লাখ জাল টাকাসহ আটক ৬

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরে জাল টাকা তৈরি চক্রের ছয় সদস্যকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে ৫০ লাখ জাল টাকা উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে সংবাদমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের খুদেবার্তায় এ কথা জানানো হয়।

এতে, বলা হয়, রাজধানীর মিরপুর এলাকা থেকে ওই ছয় ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে জাল টাকা তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।

আজ বেলা ১১টার দিকে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলেও জানানো হয়।