নিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬০ হাজার সৌদি রিয়ালসহ আবু মুসা (৪০) নামে এক যাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
উদ্ধারকৃত রিয়ালগুলোর মূল্য বাংলাদেশি টাকায় প্রায় ১২ লাখ টাকা। রিয়ালগুলো সিঙ্গাপুরে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে বিমানবন্দরের বর্হিগমনের ৪ নম্বর গেট এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে আটকের পর তল্লাশী চালিয়ে ওই রিয়াল উদ্ধারসহ তাঁকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশের গণমাধ্যম শাখার সহকারী পুলিশ সুপার(এএসপি) তানজিনা আক্তার।
তিনি জানান, সিঙ্গাপুরের যাওয়ার জন্য চার নম্বর গেটে অপেক্ষা করছিলেন আবু মুসা। গতিবিধি সন্দেহজনক হওয়ায় তার লাগেজ তল্লাশি করা হয়। এ সময় লাগেজে থাকা ৬০ হাজার সৌদি রিয়াল উদ্ধার করা হয়।
মুসা বাংলাদেশের মুদ্রা পাচারকারী চক্রের সদস্য বলে ধারণা করা হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানান তিনি।
এ বিভাগের আরো..
খালেদার ১১ মামলার শুনানি ১৫ মার্চ
জামালপুরে র্যাবের অভিযানে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ১
ইয়াবা ও মাদকবহনকারী বাসসহ গ্রেফতার:র্যাব-২