September 28, 2022

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

৪৪ রুটে লঞ্চ চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক : বৈরী আবহাওয়ার কারণে সারা দেশের ৪৪টি রুটে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিএ।

বৃহস্পতিবার সকাল থেকে ঢাকার সদরঘাট থেকে ৩৭টি রুটে ও নারায়ণগঞ্জ নৌবন্দর থেকে সাতটি রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আবহাওয়া ভালো না হওয়া পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে। একইসঙ্গে ঢাকা নদীবন্দরে দুই নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।

বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মো. শহিদুল্লাহ বলেন, সকাল থেকে সদরঘাট থেকে ৩৭টি রুটে ও নারায়ণগঞ্জ নৌবন্দর থেকে সাতটি রুটে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে সকাল সাতটার দিকে এই পদক্ষেপ নেওয়া হয়। আবহাওয়া ভালো না হওয়া পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে।