September 18, 2021

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

নারী কনস্টেবলকে ধর্ষণের আলামত মিলেছে

নিজস্ব প্রতিবেদক : ফরেনসিক পরীক্ষায় নারী কনস্টেবলকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। মঙ্গলবার ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) সমন্বয়কারী ডা. বিলকিস বানু এ তথ্য জানান।

তিনি বলেন, “ফরেনসিক মেডিসিন বিভাগে পরীক্ষা করে জানা যায়, নারী পুলিশকে ধর্ষণ করা হয়েছে। তবে গণধর্ষণ করা হয়েছে তা ডিএনএ পরীক্ষা করে জানা যাবে।”

এর আগে রোববার দুপুরে ওই নারী পুলিশ কনস্টেবল ঢাকা মেডিকেল কলেজের ওসিসিতে ভর্তি হন।

১৩ জুন ধর্ষিতা পুলিশ কনস্টেবল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। তার ভাই বলেন, “২০১১ সালে আমার বোনের বিয়ে হয় ওই খিলগাঁও থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) কলিমুর রহমানের সঙ্গে। ২০১৪ সালে তাদের ডিভোর্স হয়ে যায়। তাদের ঘরে এক সন্তানও রয়েছে। ১০ জুন বিকেল চারটার দিকে এএসআই ফোন করে আমার বোনকে সব ঝামেলা মিটিয়ে নতুন করে সংসার করার কথা বলেন। এরপর বোনের কথামতো সেদিনই তার বাসায় গেলে কলিমুর ও তার চার সহযোগী মিলে তাকে ধর্ষণ করে।”