নিজস্ব প্রতিবেদক : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আপিল বিভাগ জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল রাখায় বুধবার সকাল ছয়টা থেকে ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে দলটি।
মঙ্গলবার দলটির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করেন।
বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, মুজাহিদ ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন। দেশের জনগণ এ রায়ে হতাশ হয়েছে।সরকারের দায়ের করা মামলাটি সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে দেয়া ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেন।
বুদ্ধিজীবী হত্যার দায়ে প্রথম চূড়ান্ত রায় এটি। এর মধ্য দিয়ে প্রথম কোনও সাবেক মন্ত্রী যুদ্ধাপরাধের দায়ে ফাঁসিতে ঝুলবেন।
এ বিভাগের আরো..
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি আওয়ামী লীগের
বিএনপি’র ধ্বংসাত্মক কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে : ওবায়দুল কাদের
আজ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী।