October 23, 2021

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

হাসিনাকে টেলিফোনে মোদির শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন প্রবিত্র মাহে রমজান উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোনে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মঙ্গলবার সকালে লন্ডনে অবস্থানরত শেখ হাসিনা এই টেলিফোন পান বলে তার প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী গণমাধ্যমে জানিয়েছেন।

ছয় দিনের সফরে বর্তমানে যুক্তরাজ্য রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সেখানে কয়েকটি কর্মসূচিতে অংশ নিচ্ছেন তিনি।

শামীম চৌধুরী বলেন, “ভারতের প্রধানমন্ত্রী ফোন করে তার দেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রীও ভারতের মুসলিম সম্প্রদায়কে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন।”

চাঁদ দেখা সাপেক্ষে বৃহস্পতিবার থেকে বাংলাদেশে রমজান মাস শুরু হতে পারে। মাসব্যাপী সংযমের পর ঈদুল ফিতর উদযাপন করবে বাংলাদেশের মুসলিমরা।