March 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

উত্তরায় থানার পিছনে প্রকাশ্যে পিস্তল ঠেকিয়ে ছিনতাই

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরায় থানার পিছনের রাস্তা থেকে দিন-দুপুরে মাথায় পিস্তল ঠেকিয়ে দুই ব্যবসায়ী কাছ থেকে ৭ লক্ষাধিক টাকা ছিনতাই করা হয়েছে।

মঙ্গলবার দুপুর বেলা ২.৪৫ ঘটিকার সময় উত্তরা পশ্চিম থানাধীন ১১ নং সেক্টর ১৭ নং রোডের ১৯ নং বাড়ির সামনে এই ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার মির্জা ইয়াছিন বলেন, ব্র্যাক ব্যাংকের উত্তরা শাখা থেকে টাকা তুলে থানার পার্শ্ববর্তী রোডকে নিরাপদ মনে করে রিক্সা যোগে আমি ও আমার বন্ধু মো: তানজির আহমেদ একটি অফিসে যাচ্ছছিলাম। এ সময় পাশে দিয়ে আসা আরো একটি রিক্সা থেকে দুটি ছেলে হঠাৎ নেমে আমাদের রিক্সা থামিয়ে পিস্তল ঠেকিয়ে ব্যাগ ভর্তি ৭ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়। অন্য দিকে দুটি মোটরসাইকেল একই সময়ে আসা আরো চারজন টাকা ছিনতাই এরপর তাদেরকে পিছনে চরিয়ে কৌশলে পালিয়ে যায়। মাত্র কয়েক মিনিটের মধ্যেই নাটকীয়ভাবে এ ঘটনা ঘটিয়ে বহু লোকের সামনে দিয়ে ছিনতাইকারীরা টাকার ব্যাগ নিয়ে চলে যায়।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পাওয়ার সাথে সাথে টাকা উদ্ধার ও দুর্বৃত্তদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযানে নেমেছে। এখন পর্যন্ত টাকা উদ্ধার হয়নি।

Print Friendly, PDF & Email