September 28, 2021

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

রাজধানীতে বাসের ধাক্কায় নিহত ১

নিজস্ব প্রতিবদেক : রাজধানীর কাজলা এলাকায় বাসের ধাক্কায় মো. জালালউদ্দিন (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার সকালে এ ঘটনা ঘটে।

নিহত জালালউদ্দিন লঞ্চের সারেং ছিলেন। সেই সুবাদে তিনি নারায়ণগঞ্জে থাকতেন। তার পরিবার থাকে কাজলার নামাপাড়ায়। মেয়ের বিয়ে উপলক্ষে তিনি বুধবার সকালে বাসায় আসছিলেন।

আবুল কাসেম নামে নিহতের এক আত্মীয় জানান, জালালউদ্দিনের ছোট মেয়ে মনিরা আক্তারের বিয়ের অনুষ্ঠান উপলক্ষে নারায়ণগঞ্জ থেকে বাসযোগে সকাল সাড়ে ৯টার দিকে কাজলা বাসস্ট্যান্ডে এসে নামেন তিনি। সেখানে রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সাড়ে ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল ক্যাম্প ইনচার্জ জানান, এসব তথ্য জানান। তিনি বলেন, “দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছে।”

নিহত জালালউদ্দিনের বাড়ি কুমিল্লার দাউদকান্দি। তার পিতা নাম মৃত সারু মিয়া।