January 28, 2022

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

তামিমের ৩০তম অর্ধশত

ক্রীড়া প্রতিবেদক : ক্রিকেট পরিবারের ছেলে টাইগারদের ওপেনার তামিম ইকবাল ওয়ানডে ক্যারিয়ারে দেখা পেলেন ৩০তম অর্ধশতকের। বৃহস্পতিবার সফরকারী ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে তিনি অর্ধশতকের কোটা পার করেন।

ছয়টি চার ও একটি ছয়ে অর্ধশত পূর্ণ করেন টাইগার এই ব্যাটসম্যান। ৩০তম অর্ধশতক হাঁকাতে তামিম খেলেন ৫০টি বল। এর আগে টাইগার আরেক ওপেনার সৌম্য সরকারও ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশত পূর্ণ করেন।