আদালত প্রতিবেদক : নাইকো দুর্নীতি মামলা বাতিল চেয়ে করা খালেদা জিয়ার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। একই সঙ্গে আগামী দুই মাসের মধ্যে বিচারিক আদালতে তাকে আত্মসমর্পণেরও নির্দেশ দেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে রুলের চূড়ান্ত রায়ে মামলাটি চলবে বলে আদেশ দেন বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ।
প্রসঙ্গত, দুদকের দায়ের করা নাইকো দুর্নীতি মামলার বৈধতা নিয়ে প্রশ্ন তুলে তা বাতিলের আবেদন জানিয়ে রিট করেছিলেন খালেদা জিয়া। পরে এ রিট আবেদনের প্রেক্ষিতে নাইকো দুর্নীতির মামলার কার্যক্রম দুই মাসের জন্য স্থগিত ও রুল জারি করেছিলেন হাইকোর্ট।
এ বিভাগের আরো..
প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিক
মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ মামলায় ৮১তম প্রতিবেদন প্রকাশ
তথ্যপ্রযুক্তির সুবিধা ব্যবহার করে মামলা ব্যবস্থাপনায় গতিশীলতা আনার নির্দেশ রাষ্ট্রপতির