September 26, 2022

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে যোগ দিয়েছেন ইহসানুল করিম

জ্যেষ্ঠ প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেসসচিব হিসেবে নতুন দায়িত্বে যোগ দিয়েছেন সাংবাদিক ইহসানুল করিম। বৃহস্পতিবার তিনি বিশেষ গুরুত্বপূর্ণ এই দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে গত ১৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন প্রেস সচিব হিসেবে নিয়োগ পান বিশিষ্ট সাংবাদিক ইহসানুল করিম।

ইহসানুল করিম প্রধানমন্ত্রীর প্রেসসচিব হিসেবে যোগদানের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার যোগ দিয়েছি। নতুন দায়িত্ব পালনে পেশাদারিত্ব নিয়ে কাজ করব। আমার ওপর যে প্রত্যাশা নিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে, সেটি পালনে সতর্ক থাকব।

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক ইহসানুল করিম এর আগে রাষ্ট্রপতি আবদুল হামিদের প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। রাষ্ট্রপতির প্রেসসচিব হিসাবে দায়িত্ব নেওয়ার পর এক দফায় তার চুক্তি নবায়ন করা হয়।

১৯৭২ সালে বাসসে স্টাফ রিপোর্টার হিসেবে যোগ দেন ইহসানুল করিম। তিনি প্রধানমন্ত্রীর সদ্যবিদায়ী প্রেসসচিব একেএম শামীম চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন। যোগদানের পরবর্তী এক বছর মেয়াদে এই পদে থাকবেন তিনি।