November 26, 2022

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ভ্রমর আসছে গুনগুনিয়ে

বিনোদন প্রতিবেদক : চলতি বছরে মুক্তি পাওয়া চলচ্চিত্র ‌‘এই তো প্রেম’। এটির নির্মাতা ছিলেন প্রখ্যাত চিত্র পরিচালক আমজাদ হোসেনের পুত্র সোহেল আরমান। এবার তিনি তৈরি করতে যাচ্ছেন ‘ভ্রমর’ নামের একটি চলচ্চিত্র।
ছবিটিতে জুটি বেঁধে অভিনয় করবেন আরিফিন শুভ ও ‘ঘাসফুল’ দিয়ে অভিষেক হওয়া নায়িকা সায়লা সাবি। এছাড়াও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে থাকবেন সানজিদা তন্ময়।  গেল মঙ্গলবার সন্ধ্যায় ‘ভ্রমর’ এর অনাড়ম্বর মহরত অনুষ্ঠানে তাই ঘোষণা দিয়ে জানানো হলো।
ছবির গল্প সম্পর্কে নির্মাতা সোহেল আরমান জানালেন, আমাদের গ্রামে-গঞ্জে সাধারণ মানুষের মধ্যেই অনেক গল্প লুকিয়ে আছে। সেরকমই একটি গল্প ভ্রমর। যেটি কি না সাধারণ মানুষ তাদের নিজের গল্প হিসেবেই দেখতে যাবে।
তিনি আরো জানালেন, অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত শুটিং হবে সিলেট, বান্দারবানের নানা লোকেশনে।
এ ছবিতে সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করবেন সাব্বির ও প্রীতম। এরইমধ্যে প্রীতম একটি গান তৈরি করেছেন। গানের কথা লিখেছেন ছবির পরিচালব সোহেল আরমান।
আর ‘মন ডুবেছে মনের ভিতর/ আগুন লাগল চরে/ চোখ হারিয়ে চোখের ভিতর/ হৃদয় ছুঁয়ে দিলে’-সুন্দর কথার এই গানটিতে কণ্ঠ দিয়েছেন গানের সফল জুটি হাবিব ওয়াহিদ ও ন্যান্সি।