September 19, 2021

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

বনানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনানীতে দুই পিকআপের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার সকাল ছয়টার দিকে আর্মি স্টেডিয়ামের উল্টো দিকে বনানী ফ্লাইওভারের নিচে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আরিফ (২৫), শামীম (২২) ও মিজানুর রহমান (৩০)। আহতরা হলেন আশিক, সেলিম ও একদিল।

বনানী থানার এসআই আতাউল রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।আতাউল রহমান জানান, সকালে বনানী ফ্লাইওভারের নীচে মাটিবাহী একটি পিকআপের সঙ্গে মুরগিবাহী একটি পিকআপের মুখোমখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন আরো তিনজন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।