March 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

মিয়ানমার থেকে ফিরল আরও ৩৭ বাংলাদেশি

কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমার থেকে আরও ৩৭ বাংলাদেশি অভিবাসীকে ফিরিয়ে আনা হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে কক্সবাজারের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের মিয়ানমার অংশে এক পতাকা বৈঠকের পর তাদের ফেরত আনা হলো। মিয়ানমারের জলসীমা থেকে তাদের উদ্ধার করা হয়।

বৈঠকে ১০ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিবি ১৭ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ইমরান উল্লাহ সরকার। মিয়ানমার প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ইমিগ্রেশন বিভাগের সহকারী পরিচালক চ নাইং।

বৈঠক শেষে মিয়ানমারের ঢেকুবনিয়া থেকে ঘুমধুম সীমান্ত দিয়ে বাংলাদেশি অভিবাসীকে ফেরত আনা হয়।

এর আগে গত ২১ মিয়ানমার উপকূলে পাচারকারীদের একটি নৌকা থেকে ২০৮ জনকে উদ্ধার করা হয়। এর মধ্যে ২০০ জন বাংলাদেশি বলে দাবি করে মিয়ানমার কর্তৃপক্ষ। তাদের মধ্যে ১৫০ জনের পরিচয় যাচাই করে গত ৮ জুন তাদের দেশে ফিরিয়ে আনে বিজিবি।

পরে বাকি ৫৮ জনের মধ্যে আরও ৩৭ জনের জাতীয়তা বাংলাদেশি হিসেবে নিশ্চিত হয়ে তাদেরও ফিরিয়ে আনার উদ্যোগ নেয় পররাষ্ট্র মন্ত্রণালয়।

এই ৩৭ জনের মধ্যে হবিগঞ্জের ১১ জন, কিশোরগঞ্জের আটজন, বগুড়ার সাতজন, সিরাজগঞ্জের পাঁচজন, সুনামগঞ্জের চারজন এবং মাদারীপুর ও জামালপুরের একজন করে রয়েছেন।

Print Friendly, PDF & Email