September 28, 2022

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

উত্তরায় লিফট ছিঁড়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরায় নির্মাণাধীন ১৬ তলা ভবনের লিফট ছিঁড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মনির হোসেন (৪০)।

শনিবার বিকেল ৫টার দিকে উত্তরার ৬ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডে নির্মাণাধীন ভবনে লিফট ছিঁড়ে ১৬ তলা থেকে তিন তলায় পড়ে মনির হোসেন গুরুতর আহত হন।

প্রথমে তাকে উত্তরা বাংলাদেশ মেডিকেলে নেয়া হয়। অবস্থার অবনতি হলে বিকেল পৌনে ৫টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মনির হোসেন বরগুনা সদরের আব্দুর রহিমের ছেলে। তিনি রামপুরা উলোন রোডের ১৬২ নম্বর বাসায় স্ত্রী মাহফুজা ও দুই সন্তান নিয়ে ভাড়া থাকতেন।