আদালত প্রতিবেদক : মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি যশোরের সাবেক সংসদ সদস্য শাখাওয়াত হোসেনের অভিযোগ দাখিলের জন্য ২৬ জুলাই দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। সাবেক এ সংসদ সদস্যের সঙ্গে ওইদিন আরও ১২ জনের বিরুদ্ধে একই মামলায় অভিযোগ দাখিল করতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
এ বিষয়ে এক আবেদনের শুনানি করে ট্রাইব্যুনাল-১ বিচারক এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল রোববার এ আদেশ দেন।
এর আগে অভিযুক্তদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য সময় আবেদনের শুনানি করেন প্রসিকিউটর সুলতানা রেজিয়া। পরে আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল অভিযোগ দাখিলের জন্য ২৬ জুলাই দিন নির্ধারণের আদেশ দেন।
সাখাওয়াতের বিরুদ্ধে ১৯৭১ সালে সংগঠিত মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে যশোরে একাধিক মামলা রুজু করা হয়। পরে ওইসব মামলা ট্রাইব্যুনালে পাঠিয়ে দেওয়া হয়।
২০১২ সালের ১ এপ্রিল সাখাওয়াতের বিরুদ্ধে মামলা তদন্ত করার জন্য নথিভুক্ত হয়। ২০১৩ সালের ১৩ নভেম্বর থেকে তার বিরুদ্ধে তদন্ত করছেন আবদুর রাজ্জাক খান।
এ বিভাগের আরো..
প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিক
মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ মামলায় ৮১তম প্রতিবেদন প্রকাশ
তথ্যপ্রযুক্তির সুবিধা ব্যবহার করে মামলা ব্যবস্থাপনায় গতিশীলতা আনার নির্দেশ রাষ্ট্রপতির