September 26, 2022

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

মিয়ানমারে আটক বিজিবি নায়েক বাবা হলেন

নাটোর প্রতিনিধি : মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) কাছে আটক জেলার সিংড়ার বলিয়াবাড়ি গ্রামের বিজিবি নায়েক আব্দুর রাজ্জাক এক পুত্র সন্তানের বাবা হয়েছেন। বিশ্ব বাবা দিবসেই তার স্ত্রী আসমা বেগম এ সন্তান জন্ম দেন।

বিজিবির এ নায়েককে আটক নিয়ে যখন দেশ-বিদেশে সামাজিক যোগযোগ মাধ্যমে তোলপাড় হচ্ছে ঠিক তখনই তার পরিবারে আনন্দের জোয়ার বয়ে যায়।

রোববার দুপুর ১১টার দিকে বলিয়াবাড়ি নিজ বাড়িতে আসমা পুত্র সন্তানের জন্ম দেন।

তবে বিশ্ব বাবা দিবসে আব্দুর রাজ্জাক বাবা হলেও সন্তানের মুখ তিনি এখনও দেখতে পাননি। তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক।

আটককের চার দিনেও তাকে ফেরত না দেয়ায় পরিবারে উদ্বেগ আর উৎকন্ঠা কিছুটা ছাপিয়েছে সদ্য ভূমিষ্ট পুত্র সন্তান। অতি দ্রুত আব্দুর রাজ্জাককে পরিবারের মাঝে ফিরিয়ে দেয়ার দাবি তার পরিবারের।