September 26, 2022

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

সন্ধ্যায় রাজনীতিবিদদের সঙ্গে খালেদার ইফতার

নিজস্ব প্রতিবেদক : পবিত্র রমজানের তৃতীয় দিনে রাজনীতিবিদদের সঙ্গে ইফতার করবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।

খালেদা জিয়া কর্তৃক রাজনীতিবিদদের স্মরণে আজকের এ ইফতার আয়োজনে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এরইমধ্যে দাওয়াত পৌঁছানো হয়েছে। এছাড়া ২০ দলীয় জোটের শীর্ষ স্থানীয় নেতা ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

এছাড়া সোমবার একই ভেন্যুতে বিশিষ্ট নাগরিকদের ও পেশাজীবীদের সম্মানে এবং বুধবার রাষ্ট্রদূতদের সম্মানে হোটেল ওয়েস্টিনে ইফতার মাহফিলের আয়োজন করেছেন বেগম খালেদা জিয়া।

এর আগে লেডিস ক্লাবে প্রতিবারের মতো এবারও রমজানের প্রথম দিনে এতিম শিশু ও ওলামা-মাশায়েখদের সঙ্গে ইফতার করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।