September 28, 2022

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

পুরান ঢাকায় জাল স্ট্যাম্পসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক : পুরান ঢাকার কোতয়ালী থানাধীন গোয়ালনগর লেন আজিজিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে থেতে সাত লাখ ৭১ হাজার টাকা মূল্যের জাল স্ট্যাম্পসহ জসিম উদ্দিন (৫০) নামে একজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার দুপুরে র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এসএসপি মারুফ আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, সোমবার বিকেলে জাল স্টাম্পসহ জসিম উদ্দিনকে আটক করা হয়েছে।

মারুফ আহমেদ বলেন, র‌্যাব-২ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গোয়ালনগর এলাকায় অভিযান চালায়। এ সময় জাল স্ট্যাম্প বিক্রয়কালে জসিম উদ্দিনকে ৫, ১০, ২০, ৫০ এবং ১০০ টাকা মূল্যমানের জাল স্ট্যাম্পসহ আটক করা হয়।

আটককৃত জসিমের স্বীকারোক্তির ভিত্তিতে ৪২ ভিআইপি প্লট, ৪৭ নং ওয়ার্ডের, শ্যামপুরের বাসভবনে তল্লাশি চালিয়ে বিপুল জাল স্ট্যাম্প, বাংলা এবং ইংরেজিতে মুদ্রিত নিকাহনামা, বিবাহ বিচ্ছেদের ফরম উদ্ধার করা হয়।