October 4, 2022

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

অলৌকিকভাবে বেঁচে যাওয়া মা ও শিশু

বিদশে ডেস্ক : উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার কয়েকদিন পর জঙ্গল থেকে তরুণী মা ও তার শিশু সন্তানকে জীবিত উদ্ধার করা হয়েছে। একে কর্তৃপক্ষ অলৌকিক ঘটনা বলেই অভিহিত করেছেন।

বৃহস্পতিবার এএফপির খবরে জানানো হয়, কলম্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় গহিন জঙ্গল থেকে মা নেলি মুরিলো (১৮) ও তাঁর এক বছরের কম বয়সী শিশুপুত্র ইয়ুদিয়ের মরিয়েনোকে উদ্ধার করা হয়।

গত শনিবার ওই এলাকার আকাশে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এতে পাইলট নিহত হন। নিখোঁজ হন মা ও শিশু। সকলে ধরেই নিয়েছিল তারা আর কেউ বেঁচে নেই। তবে, সবাইকে অবাক করে দিয়ে বুধবার এক জঙ্গলে তাদের জীবিত পাওয়া যায়।

এ ঘটনা সম্পর্কে কলম্বিয়ার বিমান বাহিনীর কমান্ডার কর্নেল হেক্টর কারাসকেল বলেন, ‘এটি একটি অলৌকিক ঘটনা। এলাকাটি বেশ ঘণ জঙ্গলে পরিবেষ্টিত। দুর্ঘটনাটি ছিল ভয়াবহ।’

কর্নেল হেক্টরের ভাষ্য, ‘মায়ের মানসিক শক্তিই শিশুটিকে বেঁচে থাকার শক্তি জুগিয়েছে।’

তিনি তাঁদের বেঁচে থাকার ঘটনায় বিস্ময় প্রকাশ করে জানান, উদ্ধারের পর মা ও শিশুকে হেলিকপ্টারে করে কাছের হাসপাতালে নেওয়া হয়েছে।

কলম্বিয়ার বিমান বাহিনী এক বিবৃতিতে বলেছে, ওই নারী সামান্য আহত হয়েছেন। শিশুটিকে দেখে মনে হয়েছে তার তেমন কিছু হয়নি।