জয়পুরহাট প্রতিনিধি : জেলার কালাই উপজেলায় শিমলতলীতে আজ সকালে এক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও কমপক্ষে ১৮ জন যাত্রী আহত হয়েছে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, জয়পুরহাট-বগুড়া সড়কের কালাই পৌরসভার শিমুলতলীতে ব্যাটারিচালিত অটোরিকশা ও জয়পুরহাটগামী যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়।
নিহতরা হচ্ছে- অটোরিকশা চালক ফরিদ মন্ডল (৫০) ও অটোযাত্রী খন্দকার আব্দুল মান্নান (৬৫)। এ দুর্ঘটনায় বাসটি (বগুড়া-জ-১১-০০৩৯) রাস্তার পাশে হেলে পড়লে ১৮ জন যাত্রী আহত হয়। আহতদের কালাই উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ লাশ দু’টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ বাসটিকে আটক করেছে।
এ বিভাগের আরো..
মিরপুর বাউনিয়াবাদ বস্তির আগুন নিয়ন্ত্রণে
যশোরের বেনাপোলে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত
রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনায় আদিবাসী কলেজ ছাত্রীর মৃত্যু