March 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

মংডুতে পতাকা বৈঠকে বসেছে বিজিবি-বিজিপি

কক্সবাজার প্রতিনিধি : বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অপহৃত নায়েক আবদুর রাজ্জাককে ফিরিয়ে আনতে মিয়ানমারের মংডুতে পতাকা বৈঠকে বসেছে বিজিবি।

টেকনাফ স্থলবন্দরের পুলিশ ইমিগ্রেশন চেকপোস্টের দায়িত্বরত কর্মকর্তারা জানান, মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সঙ্গে বৈঠকে অংশ নিতে টেকনাফ ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবু জার আল জাহিদের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধিদল বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে দুটি স্পিড বোটে করে মংডুর উদ্দেশ্যে রওনা হন।

পতাকা বৈঠকে বিজিপির পক্ষে রয়েছে ১০ সদস্যের প্রতিনিধিদল।

এর আগে বুধবার পতাকা বৈঠকের জন্য বিজিবির ছয় সদস্যের প্রতিনিধি দলের তালিকা পাঠানো হয়। রাজ্জাকের স্বাস্থ্য পরীক্ষার জন্য তাদের সঙ্গে একজন চিকিৎসকও রয়েছেন বলে বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন।

গত ১৭ জুন কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদীতে গোলাগুলির পর বিজিবি নায়েক আবদুর রাজ্জাককে ধরে নিয়ে যায় বিজিপি। ওই ঘটনায় সিপাহী বিপ্লব নামে আরেক বিজিবি সদস্য গুলিবিদ্ধ হন।

রাজ্জাককে ধরে নেওয়ার পরদিন ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়।

অপহরণের পর রাজ্জাককে ফেরাতে বিজিবির পক্ষ থেকে কয়েক দফা পতাকা বৈঠকের আহ্বান জানানো হলেও মিয়ানমার কর্তৃপক্ষ সাড়া দেয়নি।

Print Friendly, PDF & Email