ফিলিপিনো এক কিশোরীর প্রকৃত বয়স ১৮ বছর হলেও তাকে দেখতে ১৪৪ বছর বয়সী থুথ্থুরে বৃদ্ধার মতো লাগে। এশিয়া ওয়ান এক প্রতিবেদনে জানায়, দেশটির আনা রোচেল নামে এই তরুণী জটিল প্রজেরিয়া নামে জেনেটিক রোগে আক্রান্ত।
মূলতঃ এ রোগে আক্রান্ত রোগিদের শরীর প্রকৃত বয়সের তুলনায় আট গুন বেশি বয়সী দেখায়।
প্রজেরিয়ায় আক্রান্ত ব্যক্তি গড়ে ১৪ বছর বাঁচে। সে হিসেবে এ রোগে আক্রান্ত হয়ে ১৮ বছরে পদার্পণের দিনটি হয়ত রোচেলের জীবনের শেষ জন্মদিন।
বিখ্যাত ফিলিপিনো কণ্ঠশিল্পী এবং টিভি ব্যক্তিত্ব সারাহ জেরোনিমোর সঙ্গে দেখা করার ইচ্ছাপূরণের কথা জানিয়ে দিনটিতে আনা রোচেল তার (সারাহ জেরোনিমো) সঙ্গে একটি সেলফিও পোস্ট করেছেন।
বিশ্বে বর্তমানে রোগটিতে আক্রান্ত শিশুর সংখ্যা ৮০ বলে প্রজেরিয়া গবেষণা সংস্থা জানিয়েছে।
উল্লেখ্য, ১৮৮৬ সালে দুর্লভ প্রজেরিয়া নামের জেনিটিক রোগটি সর্ব প্রথম আবিষ্কার জোনাথন হাচিনসন। এর পর ১৮৯৭ সালে হাসটিংস গিলফোর্ড রোগটির বিস্তারিত বিবরণ দিতে সমর্থ হন। এ কারণে রোগটিকে পরে হাচিনসন-গিলফোর্ড প্রজেরিয়া সিনড্রোম নামকরণ করা হয়।
এ বিভাগের আরো..
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন নিয়ে বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদের বৈঠক
আজ জয়শঙ্কর ঢাকা আসছেন
সবচেয়ে বড়ো ধরনের সংঘাতে ইসরাইল ফিলিস্তিন