November 26, 2022

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

জ্ঞান ফিরলেও শঙ্কামুক্ত নন নায়করাজ

বিনোদন প্রতিবেদক : রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন নায়করাজ রাজ্জাকের জ্ঞান ফিরেছে। তবে তার শারীরিক অবস্থা এখনো শঙ্কামুক্ত নয়। সংবাদ সম্মেলন করে এই তথ্য জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

সোমবার দুপুর আড়াইটায় হাসপাতালটির কমিউনিকেশন এ্যান্ড বিজনেস ডেভলপমেন্টের প্রধান শাগুফা আনোয়ার সাংবাদিকদের বলেন, ‘রাজ্জাক সাহেব এখনো পুরোপুরি শঙ্কামুক্ত নন। অতিরিক্ত ধূমপানের জন্যই তার শারিরীক অবস্থার এই অবনতি হয়েছে।’

তিনি আরো বলেন, ‘নায়করাজ রাজ্জাকের অবস্থা এখনও স্থিতিশীল। এ জায়গা থেকে তার অবস্থা খারাপ হতে পারে, আবার ভালোও হতে পারে।’

শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ২৬ জুন ঢাকার গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন ৭৩ বছর বয়সী এ অভিনেতা। একই সমস্যা নিয়ে এর আগে তিনবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে।

উল্লেখ্য, নায়করাজ রাজ্জাক দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছেন। তার উন্নত চিকিৎসার জন্য ইতিমধ্যে মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছে।