নিজস্ব প্রতিবেদক : তথ্য-প্রযুক্তি খাতে নারীদের অংশগ্রহণ, নারী উদ্যোক্তা তৈরি এবং এই খাতে তাদের ক্যারিয়ার গড়তে সহযোগিতা করার জন্য বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ‘বেসিস উইমেন্স ফোরাম’ নামে একটি প্লাটফর্ম তৈরি করেছে।
শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র তথ্য-প্রযুক্তি খাতে অংশগ্রহণে ইচ্ছুক নারীদের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু আনুষ্ঠানিকভাবে এই ফোরামের উদ্বোধন করেন।
বেসিস সভাপতি শামীম আহসানের সভাপত্বিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিটি সচিব শ্যাম সুন্দর শিকদার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমাদ, বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠান সভাপতি সেলিমা আহমাদ, মাউক্রোসফটের কান্ট্রি ম্যানেজার সোনিয়া বশির কবিরসহ বিভিন্ন রাজনৈতিক, কূটনৈতিক, ব্যবসায়িক নেতারা।
এ বিভাগের আরো..
সামাজিক যোগাযোগমাধ্যমের মধ্যে একটি বিশেষ প্রবণতা আছে
রুয়েটে হাই-পারফমেন্স কম্পিউটিং ল্যাবের উদ্বোধন
তথ্য প্রযুক্তিতে দক্ষ ও গবেষক হয়ে বিশ্বমানের নেতৃত্ব দিতে হবে-মর্তুজা আল মুঈদ