October 1, 2022

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ঢাকায় পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা

ক্রীড়া প্রতিবেদক : বিকেল সাড়ে পাঁচটায় ঢাকায় এসে পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। নির্ধারিত সময়ের প্রায় নয় ঘণ্টা পর।

প্রথমে জানা গিয়েছিল, মঙ্গলবার সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় এসে পৌঁছাবে রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা। কিন্তু ফ্লাইট জটিলতার কারণে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেনি তারা।

দক্ষিণ আফ্রিকা দলের লিয়াজোঁ অফিসার হাসানুজ্জামান জানান, মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ফ্যাফ ডু প্লেসিসরা।

আসন্ন সিরিজে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা। আগামী ৫ জুলাই মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে মাঠে গড়াবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দ্বি-পাক্ষিক সিরিজ।

একই ভেন্যুতে তিনটি ওয়ানডের প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১০ ও ১২ জুলাই। এরপর সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৫ জুলাই, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

একই ভেন্যুতে ২১ জুলাই প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে। এরপর সফরের শেষ টেস্ট ম্যাচটি ঢাকার মিরপুরে, ৩০ জুলাই থেকে।