নিজস্ব প্রতিবেদক : আর্থিক খাতকে শক্তিশালী করা এবং ঢাকা ও সিলেটের শহরাঞ্চলে দীর্ঘ মেয়াদী দুর্যোগ প্রশমনের লক্ষ্যে বাংলাদেশকে ৪৭৩ মিলিয়ন মার্কিন ডলার দেবে বিশ্বব্যাংক।
এজন্য বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের (আইডিএ) মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেসবাহউদ্দিন ও বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি হেড ক্রিস্টিন কাইমস নিজ নিজ সংস্থার পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
প্রকল্প দুটি হলো ৩০০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে আর্থিক খাতে সহায়তা এবং ১৭৩ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে শহরাঞ্চলে দুর্যোগ মোকাবিলা প্রস্তুতি।
এ বিভাগের আরো..
পৌষের শীতে কাপছে চুয়াডাঙ্গা
সাগরে ঘুর্ণিঝড় ‘গুলাব’ : সমুদ্রবন্দর সমূহে দু’নম্বর দূরবর্তী সংকেত
ওয়ার্ড ধরে ধরে উন্নয়ন : মেয়র তাপস