May 20, 2022

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

'সব মুক্তিযোদ্ধা একইহারে ভাতা পাবেন'

গাজীপুর প্রতিনিধি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, দেশের সকল বীর মুক্তিযোদ্ধা একইহারে ভাতা পাবেন। বয়সের কারণে কোন তারতম্য হবে না। তবে কত টাকা করে ভাতা পাবেন খুব দ্রুত সেটা অবহিত করা হবে। বৃহস্পতিবার দুপুরে গাজীপুরে সার্কিট হাউজের দ্বিতল ভবনের সম্প্রসারণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, গাজীপুরের বিদায়ী জেলা প্রশাসক মো. নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহসিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হোসেন, শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়াসহ স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।