October 1, 2022

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

১৫ দশমিক ৩০ বিলিয়ন ডলারের রেকর্ড রেমিটেন্স

অর্থনৈতিক প্রতিবেদক : বিদায়ী ২০১৪-১৫ অর্থবছরে প্রবাসীরা এক হাজার ৫৩০ কোটি (১৫ দশমিক ৩০ বিলিয়ন) ডলারের রেমিটেন্স দেশে পাঠিয়েছেন, যা অতীতের যে কোনো বছরের চেয়ে বেশি।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক কাজী ছাইদুর রহমান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ২০১৩-১৪ অর্থবছরে ১৪ দশমিক ২৩ বিলিয়ন ডলারের রেমিটেন্স দেশে এসেছিলো। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, এবার ১০৭ কোটি ডলার বেশি প্রবাসী আয় দেশে এসেছে। যা ৭ দশমিক ৫১ শতাংশ বেশি।