March 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

রেলওয়ের যাত্রী সেবার মানোন্নয়নের দাবিতে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি : জামালপুরে রেলওয়ের যাত্রী সেবার মানোন্নয়নের দাবিতে মানববন্ধন করেছে সনাক ও টিআইবি।  বৃহস্পতিবার দুপুরে রেলওয়ে স্টেশন প্লাটফর্মে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, জামালপুরে ট্রেনে যাতায়াকারী যাত্রী সংখ্যা দেশের অন্যতম। অথচ এই লাইনে রেলওয়ের যাত্রী সেবার মান সবচেয়ে নিম্নতম।

জামালপুর লাইনে কমপক্ষে ছয়টি আন্তঃনগর ট্রেন চলাচল করার প্রয়োজন থাকলেও দীর্ঘদিন থেকে এ লাইনে চারটি আন্তঃনগর ট্রেন চলাচল করছে।  যে কারণে নির্দিষ্ট পরিমাণ সিটের চাইতে দ্বিগুণ যাত্রী দাঁড়িয়ে ট্রেনে চলাচল করছে।  তাই জামালপুরে আরো দুটি নতুন আন্তঃনগর ট্রেনসহ যাত্রী সেবার মানোন্নয়নের দাবি জানান বক্তারা।

এর আগে জামালপুর জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করে সনাক ও টিআইবির কর্মকর্তারা।

জামালপুর সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর আয়োজনে দুপুর সাড়ে ৩টা থেকে ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধন বক্তব্য রাখেন সনাক সভাপতি এএকে মাহমুদুল হাসান, সনাক সদস্য মীর আনছার আলী, সুকুমার চৌধুরী, অ্যাড. শামীম আরা, একেএম আশরাফুজ্জামান স্বাধীন, জামালপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম সুলতান আলম।

Print Friendly, PDF & Email