January 20, 2022

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

রাজধানীতে জাল ড্রাইভিং লাইসেন্স তৈরির সরঞ্জামসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক : রাজধানী থেকে জাল  ড্রাইভিং লাইসেন্স তৈরি চক্রের সঙ্গে সংশ্লিষ্ট দুইজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দার (ডিবি) দক্ষিণের একটি দল। মঙ্গলবার রাতে তাদের আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে জাল ড্রাইভিং লাইসেন্স তৈরি ও ছাপানোর সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টার থেকে পাঠানো এক এসএমএসে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এবিষয়ে দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও এসএমএসসে বলা হয়।