নিজস্ব প্রতিবেদকঃ মালয়েশিয়ায় মানবপাচারের কবল থেকে উদ্ধার হওয়া আরও ৯৪ বাংলাদেশি অভিবাসী দেশে ফিরেছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত ৮টার দিকে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাদের বহনকারী বাংলাদেশ বিমানের ‘বিজি ০৮৭’ ফ্লাইট।
এয়ারপোর্ট আর্মড পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন শিমুল এ তথ্য নিশ্চিত করেন।
এরপর ইন্টারন্যাশনাল অরগানাইজেশন অব মাইগ্রেশন (আইওএম) ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জিজ্ঞাসাবাদের পর সকল আনুষ্ঠানিকতা শেষে দিবাগত রাত ১২টার দিকে বিমানবন্দর ত্যাগ করেন তারা।
এর আগে গত মঙ্গলবার মালয়েশিয়া থেকে দেশে ফেরেন মানবপাচারের শিকার ৯৬ জন বাংলাদেশি।
মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, মালয়েশিয়ায় উদ্ধার ৭১৬ জন বাংলাদেশির সবাইকেই আসন্ন ঈদুল ফিতরের আগে পর্যায়ক্রমে দেশে ফেরত পাঠানোর প্রস্তুতি নিয়েছে দূতাবাস।
এ বিভাগের আরো..
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন আগামীকাল
ওবায়দুল হাসানকে দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি
জলবায়ু সংকট এড়াতে বিশ্বের শীর্ষ ধনীদেশগুলোকে সৎ হতে হবে : প্রধানমন্ত্রী