January 29, 2022

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

৬ জন থেকে ওরা এখন তিন জন

সিলেট প্রতিনিধি : সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ৬ সন্তানের জন্ম দিয়েছিলেন এক মা।  তাদের মধ্যে গত রাতে তিনটি শিশুর মৃত্যু হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে ওই ৬টি শিশুর জন্ম দেন তাদের মা হোছনা বেগম।

জন্ম নেওয়া শিশুগুলোর মধ্যে ৪টি মেয়ে ও ২টি ছেলে ছিল।  এদের মধ্যে ২ মেয়ে ও ১ ছেলে মারা গেছে।  ওই দিন রাত ৯টার দিকে তাদের মৃত্যু হয়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক বিভাগের সহকারী অধ্যাপক ডা. এম এ হাই জানান, ৬টি শিশুর ৩টি প্রসবজনিত সমস্যার কারণে মারা গেছে।

উল্লেখ্য, প্রসূতি হোছনা বেগম সিলেট জেলার কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ গ্রামের জামাল উদ্দিনের স্ত্রী।