বিনোদন ডেস্ক : মজার মজার মন্তব্য করে বলিউড মাতিয়ে রাখেন হালের নায়ক রণবীর সিং। সুযোগ পেলেই তিনি সহকর্মীদের প্রসঙ্গে মজার মন্তব্য করে বসেন।
সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোনকে নিয়েও তিনি মজার মন্তব্য করেছেন। ফিল্মফেয়ার ম্যাগাজিনের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, প্রিয়াঙ্কা হলো খিচুড়ি আর দীপিকা বিরিয়ানি।
‘বাজিরাও মাস্তানি’ ছবিতে এ দুই নায়িকার সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ছবিতে প্রিয়াঙ্কা একজন ভালো বউ। দীপিকা মোহিনী। একজনের মনমানসিকতা ঘরনীর অন্যজনের যোদ্ধা রাজকুমারী। একজন খিঁচুড়ি অন্যজন বিরিয়ানি।
এ বিভাগের আরো..
নওগাঁর মেয়ে আনিকা বুশরা মারিয়া” মিস আর্থ বাংলাদেশ
বরিশালে ’হারল্যান স্টোর’ উদ্বোধন করলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস
নাটোরে ’হারল্যান স্টোর’ উদ্বোধন করলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস