September 28, 2023

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

বোটানিক্যাল গার্ডেনে যুবকের গলিত লাশ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরের বোটানিক্যাল গার্ডেন থেকে আনুমানিক ৩৫ বছরের এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

শাহ আলী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রশিদ সরকার দ্য রিপোর্টকে বলেন, ‘স্থানীয়দের কাছে খবর পেয়ে গার্ডেনের ভেতরের একটি পুকুর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। তার পরনে খয়েরি রংয়ের প্যান্ট রয়েছে।’

এসআই আব্দুর রশিদ সরকার বলেন, প্রাথমিকভাবে তার মৃত্যুর বিষয়ে কিছুই জানা যায়নি। লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

Print Friendly, PDF & Email