নিজস্ব প্রতিবেদক : মহাসড়কে যানাজট দূর করতে ব্যর্থ হওয়ায় বরিশাল গৌরনদী থানার ওসি সাজ্জাদ হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিউজবাংলাদেশকে নিশ্চিত করেন পুলিশ হেডকোয়ার্টারের জনসংযোগ কর্মকর্তা কামরুল হাসান।
তিনি জানান, ঢাকা-বরিশাল রুটে যানজন নিরসনে ব্যর্থ হওয়ায় গৌরনদী থানার ওসি সাজ্জাদ হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাজধানীল গবতলী বাসটার্মিনাল পরিদর্শন শেষে আইজিপি এ কে এম শহীদুল হক বলেন, “ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে মহাসড়কে কাজ করবে সংশ্লিষ্ট থানা পুলিশ। ট্রাফিক পুলিশ কাজ করবে যানজট নিরসনে। কারো বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এ বিভাগের আরো..
আলোকবর্তিকার মশাল হাতে দেশকে এগিয়ে নিচ্ছেন শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন আগামীকাল
‘দুঃসাহসী খোকা’ বঙ্গবন্ধুর কিশোরবেলা সম্পর্কে জানতে সাহায্য করবে : তথ্যমন্ত্রী