October 4, 2022

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

গাজীপুরে বাসচাপায় নটরডেম কলেজ শিক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক : জেলার টঙ্গী কলেজগেট এলাকায় বাসচাপায় জাকির হোসেন (১৭) নামে নটরডেম কলেজের প্রথম বর্ষের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার তেজখালী এলাকার আবুল হোসেনের ছেলে।

বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে ।

টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল হক জানান, সকাল সাড়ে ৬টার দিকে টঙ্গী কলেজগেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় গাজীপুরগামী বসুমতি পরিবহনের একটি বাস জাকিরকে চাপা দেয়। স্থানীয়রা আহতাবস্থায় তাকে উদ্ধার করে উত্তরার আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। পরে সেখান থেকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এদিকে পুলিশ চালক ও ঘাতক বাসটিকে আটক করেছে বলেও জানান এসআই নাজমুল।