November 30, 2022

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

পাঁচ বছরে সোনার দাম সর্বনিম্ন

নিজস্ব প্রতিবেদক : ফের কমেছে সোনার দাম। এখন আন্তর্জাতিক বাজারে গত পাঁচ বছরের মধ্যে সোনার দাম সর্বনিম্ন পর্যায়ে গিয়ে ঠেকেছে।

পাঁচ বছরে সোনার দাম সর্বনিম্ন

এশিয়ার বাজারে প্রতি আউন্স সোনার দাম ৪ শতাংশ কমে ১ হাজার ৮৮.০৫ ডলারে নেমে এসেছে। ২০১০ সালের পর এটাই সোনার সর্বনিম্ন দাম। তাছাড়া ২০১০ সালের ২৬ মার্চের পর সোমবারই প্রথমবারের মতো মূল্যবান এ ধাতুর দাম আউন্সপ্রতি ১ হাজার ১০০ ডলারের নিচে নেমে আসে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন ডলার আবারও শক্তিশালী হয়ে ওঠায় সোনার দাম কমে গেছে। কারণ, বিনিয়োগকারীরা ভাবছেন শিগগির যুক্তরাষ্ট্রের ব্যাংকগুলোর ব্যাংক রেট বেড়ে যাবে। সেই কারণে ব্যাংকে গচ্ছিত সোনা বিক্রির ধুম পড়েছে। সবাই ডলারেই আস্থা রাখতে চাইছেন।