September 30, 2022

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

মিয়ানমার থেকে দেশে ফিরল ১৫৫ বাংলাদেশি

কক্সবাজার প্রতিবেদক : মিয়ানমারের সমুদ্র উপকূল থেকে ভাসমান অবস্থায় উদ্ধার ১৫৫ বাংলাদেশি দেশে ফিরেছে।

মিয়ানমার থেকে দেশে ফিরল ১৫৫ বাংলাদেশি

বুধবার দুপুরে পতাকা বৈঠক শেষে তাদের হস্তান্তর করে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

এর আগে বেলা পৌনে ১১টায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ঘুমধুম জিরো পয়েন্টে মায়ানমারের অভ্যন্তরে ঢেকুবুনিয়া বিজিপি ক্যাম্পে দুই দেশের সীমান্তরক্ষি বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের ১৬ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিবির ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. রবিউল ইসলাম। মিয়ানমারের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মায়ানমার বিজিপির ১নং সেক্টরের অধিনায়ক লে. কর্নেল ক্যাই তুই য্যা।

২১ মে সমুদ্র উপকূল থেকে ভাসমান অবস্থায় ২০৮ অভিবাসীকে উদ্ধার করে মায়ানমার। তাদের মধ্যে যাচাই-বাছাই শেষে বাংলাদেশি হিসেবে শনাক্ত ১৫০ জনকে ৮ জুন এবং ৩৭ জনকে ১৯ জুন ফেরত আনা হয়।

২৯ মে মিয়ানমার আরো ৭২৭ অভিবাসীকে উদ্ধার করে। তাদের মধ্যে বুধবার ১৫৫ জনকে দেশে ফেরত আনা হয়।