March 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

সাত বছর পর আবারও তামিম

নিজস্ব প্রতিবেদক : ২০০৮ সালের নভেম্বরে সেঞ্চুরিয়ানে যেখান থেকে শেষ করেছিলেন চট্টগ্রাম টেস্টে ঠিক সেখান থেকেই শুরু করেন তামিম ইকবাল। সাত বছর পর ফের দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়ে দলটির বিপক্ষে আরেকটি অর্ধশতক তুলে নিলেন টাইগার ওপেনার।

সাত বছর পর আবারও তামিম

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম সিরিজটি দুঃস্বপ্নের মতো কেটেছিল তামিম ইকবালের। ঢাকার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ডেল স্টেইন ও মাখায় এনটিনিদের বিপক্ষে দুই ইনিংসে সর্বসাকুল্যে চার রান সংগ্রহ করতে পেরেছিলেন বাংলাদেশ ওপেনার। চট্টগ্রাম টেস্টেও সেই চিত্র বদলায়নি। প্রথম টেস্টের ন্যায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেও ডেল স্টেইনের শিকারে পরিণত হয়েছিলেন তামিম।

তবে আট মাস বাদে দক্ষিণ আফ্রিকায় উড়ে গিয়ে স্টেইনদের ভালোভাবেই সামলে দেন তামিম। প্রথম টেস্টে ৪৭ রান করার পর সুপার স্পোর্টস পার্কে একটি অর্ধশতক উপহার দিয়েছিলেন দেশসেরা ওপেনার। এরপর সাত বছর অতিক্রান্ত হয়েছে। তারপর আবারও দক্ষিণ আফ্রিকার সামনে বাংলাদেশ, ফের জ্বলে উঠলো তামিম।

বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের প্রথম ইনিংসের ৪৭.২ ওভারে সিমন হার্মারের বলে এক রান নিয়ে ১১৯ বলে অর্ধশতক পূর্ণ করেন তামিম। তার ইনিংসে দুটি চারের মার ছিল। তামিমের ৪১ টেস্টের ক্যারিয়ারে এটা ১৮তম হাফ সেঞ্চুরি, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয়। তাছাড়া বাংলাদেশ ওপেনারের ক্যারিয়ারে সাতটি শতকও আছে।

Print Friendly, PDF & Email