September 26, 2022

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

আন্তর্জাতিক থ্রোবল চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে বাংলাদেশ

ডেস্ক প্রতিবেদনঃ পেন্টাগুলার আন্তর্জাতিক থ্রোবল চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে বাংলাদেশ। ভারতের বাঙ্গালুরুতে ৭ আগস্ট এ টুর্নামেন্ট শুরু হবে। টুর্নামেন্টের উদ্দেশ্যে ৩২ সদস্যের বাংলাদেশ থ্রোবল দল রওয়ানা হবে ৩ আগস্ট।

টুর্নামেন্টে পাঁচটি দেশ অংশ নিচ্ছে। দেশগুলো হচ্ছে- সিঙ্গাপুর, মালয়েশিয়া, শ্রীলংকা, বাংলাদেশ ও স্বাগতিক ভারত। থ্রোবল অনেকটা ভলিবলের মতোই। ২৫ পয়েন্টের খেলা হয়। তবে ভলিবলে ছয়জন খেললেও থ্রোবল খেলেন সাতজন।

মঙ্গলবার এ তথ্য জানান বাংলাদেশ থ্রোবল অ্যাসোসিয়েশনের সভাপতি এফএম ইকবাল বিন আনোয়ার। এ সময় সাধারণ সম্পাদক শামীম আল মামুন উপস্থিত ছিলেন।