বিদেশ ডেস্ক : ইরাকের উত্তরাঞ্চল ও তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) লক্ষ্যবস্তুতে মঙ্গলবার দিবাগত রাতে নতুন করে বিমান হামলা চালিয়েছে তুরস্ক।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, তুরস্ক ও এর বাইরে পিকেকে সন্ত্রাসীদের বিরুদ্ধে রাতভর বিমান অভিযান চালানো হয়েছে। ইরাকের উত্তরাঞ্চলে পিকেকে’র ছয়টি অবস্থানে যুদ্ধ বিমান থেকে হামলা চালানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, পিকেকে’র আশ্রয়কেন্দ্র, গুদাম, সুড়ঙ্গ ও অন্যান্য ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা করা হয়েছে।
তুরস্কের সেনাবাহিনী গত শুক্রবার থেকে ইরাকের উত্তরাঞ্চলে পিকেকে ও সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে নিয়মিত বিমান হামলা চালাচ্ছে।
এ বিভাগের আরো..
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন নিয়ে বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদের বৈঠক
আজ জয়শঙ্কর ঢাকা আসছেন
সবচেয়ে বড়ো ধরনের সংঘাতে ইসরাইল ফিলিস্তিন