November 30, 2022

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

বাবা যুদ্ধাপরাধীদের শাস্তি দেখে যেতে পারছেন: শামীমা তুষ্টি

আমার বাবাই সর্বপ্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উড়িয়েছিলেন, লড়েছিলেন রণাঙ্গনে। বাবার ওড়ানো সে পতাকা যখন যুদ্ধাপরাধীদের গাড়িতে উড়ছিল, বাবার কষ্ট কত তীব্র হয়েছিল তা আমি জানি। বাবা বিচারের অপেক্ষায় ছিলেন, অনেক আশা নিয়ে বুক বেধেছিলেন। আজ সেই খুশির দিন। একজন একজন করে যুদ্ধাপরাধী ফাঁসিতে ঝুলছে, মুক্তিযোদ্ধা হিসেবে বাবা যেমন আনন্দিত, আমিও আনন্দিত। বাবার স্বপ্ন যে সত্যি হল।

( স্বাধীনতার প্রথম পতাকা বহনকারী বীর মুক্তিযোদ্ধা মহিবুল ইসলামের কন্যা)