September 29, 2022

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

মাতৃগর্ভে গুলিবিদ্ধ শিশুকে আইসিইউয়ে স্থানান্তর

নিজস্ব প্রতিবেদক : মাগুরায় যুবলীগের দুগ্রুপের সংঘর্ষে মাতৃগর্ভে গুলিবিদ্ধ শিশুটিকে সার্জারি ওয়ার্ড থেকে এনআইসিইউতে স্থানান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজের এনআইসিইউয়ে নেওয়া হয়। অস্ত্রোপচারের পর নবজাতকের জণ্ডিসের লক্ষণ দেখা দিয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. কানিজ হাসিনা শিউলি।

ডা. কানিজ হাসিনা বুধবার শিশুটির অস্ত্রোপচার করেন।

এদিকে সাতদিন পর শিশুটির মা নাজমা বেগমকে মাগুরা সদর হাসপাতাল থেকে ঢাকায় আনা হচ্ছে। বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৫ মিনিটে তাকে বহনকারী অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়। জানিয়েছে নবজাতকের ফুফু এ তথ্য জানিয়েছেন।