October 1, 2023

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

রেকর্ড গড়ে চারশর ক্লাবে স্টেইন

বৃহস্পতিবার সকালে তামিম ইকবালের উইকেট নিয়ে ৪০০ পূর্ণ করেছেন স্টেইন। অসাধারণ এই মাইলফলক ছুঁতে স্টেইনের লেগেছে ১৬ হাজার ৬৩৪ বল। এত কম বলে ৪০০ উইকেট পায়নি আর কেউ।

ম্যাচের হিসাবে স্টেইন ছাড়িয়ে গেছেন টেস্ট ইতিহাসের সব পেসারকে। মাইলফলক ছুঁতে তার লাগল ৮০ টেস্ট। স্টেইনের চেয়ে কম টেস্ট খেলে ৪০০ ছুঁতে পারেননি আর কোনো পেসার। তবে এই রেকর্ডে এক জন সঙ্গী আছে তার। স্টেইনের মতোই ৮০ টেস্টে ৪০০ ছুঁয়েছিলেন রিচার্ড হ্যাডলি। নিউ জিল্যান্ডের এই ক্রিকেটারের বল লেগেছিল ২০ হাজারের বেশি!

১৯৯০ সালে ভারতের বিপক্ষে ক্রাইস্টচার্চে এই মাইলফলক ছুঁয়েছিলেন খেলোয়াড় থাকা অবস্থায়ই ‘নাইটহুড’ পাওয়া একমাত্র ক্রিকেটার হ্যাডলি। টেস্ট ইতিহাসের প্রথম বোলার হিসেবে ৪০০ উইকেট স্বাদ পেয়েছিলেন নিউ জিল্যান্ডের এই ক্রিকেটারই।

স্পিনার-পেসার মিলিয়ে দ্রুততম ৪০০ উইকেটের রেকর্ড মুত্তিয়া মুরালিধরনের, ৭২ টেস্টে। তার পরই হ্যাডলি-স্টেইন।

সময়ের হিসেবে পেসার-স্পিনার মিলিয়েই সবচেয়ে দ্রুততম অবশ্য গ্লেন ম্যাকগ্রা। অভিষেক থেকে ৪০০ ছুঁতে ম্যাকগ্রার সময় লেগেছিল ৮ বছর ৩৪১ দিন। স্টেইনের লাগল ১০ বছর ২২৫ দিন।

৩৯৬ উইকেট নিয়ে বাংলাদেশে পা রেখেছিলেন স্টেইন। চট্টগ্রাম টেস্টে পেয়েছিলেন ৩ উইকেট। বৃহস্পতিবার মিরপুর উইকেট পেতে পারতেন নিজের দ্বিতীয় ওভারেই। কিন্তু দ্বিতীয় স্লিপে তামিমের ক্যাচ ফেলে দেন ডিন এলগার। খুব বেশি অপেক্ষা অবশ্য করতে হয়নি তাকে। পরের ওভারে সেই তামিমকেই প্রথম স্লিপে হাশিম আমলার ক্যাচ বানিয়ে ছুঁয়েছেন কাঙ্খিত মাইলফলক।

স্টেইনের শততম টেস্ট উইকেটটিও ছিল বাংলাদেশেই। ২০০৮ সালে চট্টগামে জুনায়েদ সিদ্দিকীকে ফিরিয়ে ছুঁয়েছিলেন প্রথম মাইলফলক। সেই সময়ের সম্ভাবনাময় পেসার ক্রমেই হয়ে উঠেছেন সময়ের সেরা ফাস্ট বোলার, সর্বকালের সেরাদের একজন।

৪০০ উইকেট কে কত ম্যাচে:

বোলার ম্যাচ সাল ভেন্যু প্রতিপক্ষ সময়কাল
মুত্তিয়া মুরালিধরন ৭২ ২০০২ গল জিম্বাবুয়ে ৯ বছর ১৩৭ দিন
ডেল স্টেইন ৮০ ২০১৫ মিরপুর বাংলাদেশ ১০ বছর ২২৫ দিন
রিচার্ড হ্যাডলি ৮০ ১৯৯০ ক্রাইস্টচার্চ ভারত ১৭ বছর ০ দিন
অনিল কুম্বলে ৮৫ ২০০৪ ব্যাঙ্গালুরু অস্ট্রেলিয়া ১৪ বছর ৫৮ দিন
গ্লেন ম্যাকগ্রা ৮৭ ২০০২ শারজা পাকিস্তান ৮ বছর ৩৪১ দিন
শেন ওয়ার্ন ৯২ ২০০১ ওভাল ইংল্যান্ড ৯ বছর ২৩৩ দিন
ওয়াসিম আকরাম ৯৬ ২০০০ কলম্বো শ্রীলঙ্কা ১৫ বছর ১৪১ দিন
হরভজন সিং ৯৬ ২০১১ ডমিনিকা ওয়েস্ট ইন্ডিজ ১৩ বছর ১০৩ দিন
কার্টলি অ্যামব্রোস ৯৭ ২০০০ হেডিংলি ইংল্যান্ড ১২ বছর ১৩৭ দিন
শন পোলক ১০৩ ২০০৬ জোহানেসবার্গ ভারত ১১ বছর ২৯ দিন
জেমস অ্যান্ডারসন ১০৪ ২০১৫ হেডিংলি নিউ জিল্যান্ড ১২ বছর ৭ দিন
কোর্টনি ওয়ালশ ১০৭ ১৯৯৯ পোর্ট অব স্পেন অস্ট্রেলিয়া ১৪ বছর ১১৬ দিন
কপিল দেব ১১৫ ১৯৯২ পার্থ অস্ট্রেলিয়া ১৩ বছর ১০৮ দিন

যেভাবে স্টেইনের ৪০০ উইকেট:

উইকেট ব্যাটসম্যান ম্যাচ প্রতিপক্ষ ভেন্যু সাল
মার্কাস ট্রেসকোথিক ইংল্যান্ড পোর্ট এলিজাবেথ ২০০৪
৫০ মোহাম্মদ ইউসুফ ১৩ পাকিস্তান লাহোর ২০০৭
১০০ জুনায়েদ সিদ্দিকী ২০ বাংলাদেশ চট্টগ্রাম ২০০৮
১৫০ পিটার সিডল ২৮ অস্ট্রেলিয়া মেলবোর্ন ২০০৮
২০০ সুলিমান বেন ৩৯ ওয়েস্ট ইন্ডিজ ত্রিনিদাদ ২০১০
২৫০ তিলকরত্নে দিলশান ৪৯ শ্রীলঙ্কা সেঞ্চুরিয়ন ২০১১
৩০০ ডগ ব্রেসওয়েল ৬১ নিউ জিল্যান্ড কেপ টাউন ২০১৩
৩৫০ ইশান্ত শর্মা ৬৯ ভারত ডারবান ২০১৩
৪০০ তামিম ইকবাল ৮০ বাংলাদেশ মিরপুর ২০১৫

Print Friendly, PDF & Email