March 29, 2024

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

কর্মকর্তাদের ছুটি বাতিল, ফেরি চলাচল বন্ধ

ডেস্ক প্রতিবেদন : ধেয়ে আসা ঘুর্ণিঝড় ‘কোমেনে’র কারণে উপকূলীয় জেলাগুলোর ফেরী চলাচল বন্ধ করার পাশাপাশি সকল কর্মকর্তা-কর্মচারীর (সিভিল ও মেকানিক্যাল) ছুটি বাতিল করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘুর্ণিঝড় কোমেন ধেয়ে আসার প্রেক্ষিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজমান থাকায় সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের আওতাধীন উপকূলীয় জেলাগুলোর ফেরী চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

শুধু জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে নেওয়া এবং জরুরি দুর্যোগ ব্যবস্থায় নিয়োজিত যানবাহন পরিবহনে সীমিত আকারে বিশেষ ব্যবস্থায় ফেরী ব্যবহার করা যাবে।

আগামী ১ আগস্ট ২০১৫ তারিখ শনিবার পর্যন্ত উপকূলীয জেলাসমূহের সকল কর্মকর্তা-কর্মচারীর (সিভিল ও মেকানিক্যাল) ছুটি বাতিল করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে দুর্যোগ সম্পর্কিত যে কোনো সংবাদ আদান-প্রদানের জন্য সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের কন্ট্রোল রুমের ফোন নম্বর ৮৮৭০৭১৯ এবং মোবাইল নম্বর ০১৭৩০-৭৮২৮৩৩-এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Print Friendly, PDF & Email